Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

সরকারি সেবাসমূহ :বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়েভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদপ্রভৃতি।

 

জীবনজীবিকা ভিত্তিক তথ্য:কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহেজাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেটসংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

ESSULT-(www.educationboardresults.gov.bd)

বানিজ্যিক সেবা:মোবাইলব্যাংকিং (ডাচ বাংলা,), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটারপ্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলকভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কলকরা প্রভৃতি।

অন্যান্য ই-সেবা

জাতীয় ই-সেবা

কেন্দ্রীয় ই-সেবা

অন্যান্য ই-সেবা

ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসন

  • নাগরিক আবেদন
  • দাপ্তরিক আবেদন
  • নকলের জন্য আবেদন
  • সর্বশেষ অবস্থা জানুন
  •  

    এখানকার বৈশিষ্ট্যঃ-

    v   ডিজিটাল স্টুডিওঅর্থাৎ ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে যেকোন ধরনের ছবি সরবরাহ করা হয়।

    v   মোবাইলে গান,রিংটোন,ছবি ডাউনলোড করা হয় ।

    v   ইন্টারনেটের মাধ্যমে দেশে ও বিদেশে ইমেইল করা যায়।

    v   অফিসিয়াল ও নন অফিসিয়াল যেকোন ধরনের চিঠিপত্র,বিবাহ কার্ড,জন্ম দিনের কার্ড,অন্নপ্রাষন কার্ড,সুন্নতে খৎনার কার্ড সহ যাবতীয় ধরনের কম্পোজ বা লেখালেখি করা হয়।

    v   ইন্টারনেটের মাধ্যমে কৃষি,অকৃষি,বিনোদন, শিক্ষা সহ যে কোন ধরনের তথ্য সেবা স্বল্প খরচে দেওয়া হয়।

    v   প্রজেকটর বা বড় পর্দার মাধ্যমে শিক্ষা,খেলাধুলা ও বিনোদন মুলক অনুষ্ঠান দেখানো হয়।

    v   পঞ্চম শ্রেনীর সমাপনী রেজাল্ট,জে,এস,সি পরীক্ষার রেজাল্ট,এস,এস,সি,এবং এইচ,এস,সি সহ যে কোন ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়।

    v   সব ধরনের চাকুরির সার্কুলার পাওয়া যায়।

    v   সকল বিশ্ব বিদ্যালয়ের ভর্তি ফরম এবং যেকোন ধরনের চাকুরির আবেদন ফরম পাওয়া যায়।

    v   ইন্টারনেটের মাধ্যমে যে কোন ধরনের চাকুরির আবেদন করা যায়।

    v   যেহেতু এটি সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত সেহেতু এখানে সব সময় তথ্য ও সেবা পাওয়া যায়।

    আপনাদের  স্বতঃফুর্ত অংশ গ্রহন এবং সহযোগিতায়   ডিজিটাল বাংলাদেশ গড়তে সাহায্য করবে।

     

     

    আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাঃ-

                                       

                                        মোবাইল নং-01746325682                               

                                        মোবাইল নং-