Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পারইল ইউনিয়ন

১। ইউনিয়নকে জানুন

এক নজরে৪নং পারইল ইউনিয়ন

আমাদেরইউনিয়নের নাম পারইল।এটি রানীনগর উপজেলার  উত্তর পূর্বে অবস্থিত । এর উত্তরে মাত্র ৫ কি.মি. উত্তরে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা । এই ইউনিয়নের সর্প বৃহত গ্রাম পারইল গ্রামের নাম অনুসারে নামকরন করা হয় এবং পারইল ৬নং ওয়ার্ডে পারইল বাজার এবং বর্তমানে আদমদিঘী –আবাদপুকুর রোডের পারইল বাসস্ট্যানেড এর নব নির্মিত ভবন  অবস্থিত।

উপজেলার নামঃ রাণীনগর

জেলার নামঃ নওগাঁ

বিভাগের নামঃ রাজশাহী

 ০২.আয়তন:-  ২২.৮৮ বর্গ কিলোমিটারঃ

০৩:-ইউনিয়নের অধীনে মোট খানার সংখ্যা:-৫৬৫৫টি:

০৩.-মোট জনসংখ্যা:- ২৮,৬৬৭ জন 

০৪.মোট নারীর সংখ্যা:-  ১২৯৭৫ জন

০৫.মোট পুরুষ সংখ্যা:- ১৩৭৪২ জন

০৬.মৌজা সংখ্যা:- :- ৩৪

০৭.হাটবাজর সংখ্যা:- ৩টি।

০৮.যোগাযোগের মাধ্যম :- উপজেলা সদর থেকে বাস /টেম্পু/ সিএনজি ।

০৯.শিক্ষার হার:- ৭০% (২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী)

ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়:- ৮টি।

খ) বেসরকারী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়:- ৭টি

গ) উচ্চ বিদ্যালয়:- ৩টি

ঘ) মাদ্রাসা :- ৩টি

১০)দায়িত্বরত চিয়ারম্যান:- জনাব আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী প্রাং।

ক|শফথ গ্রহনের তারিখ ১৬/০৮/২০১১ ইং।

খ| প্রথম সভার তালিখ ১৭/০৮/২০১১ ইং

গ|মেয়াদ উত্তির্নের তারিখ ১৫/০৮/২০১১ ইং

 

. ৪নং পারইল ইউনিয়ন পরিষদের গ্রামের তালিকা:

১.বোদলা ২.তেবাড়িয়া ৩.বিল পালশা ৪. ধুপা পাড়া ৫.বিলকৃষ্ণপুর ৬. বনিয়া পাড়া  ৭. সড়কাটিয়া৮.িসংড়াগাড়ী

৯. বড়গাছা ১০. ঝালঘড়িয়া ১১. নিমগাছি ১২.বিশিয়া ১৩ .চক পারইল ১৪. পারইল+কদমগাড়ী ১৫. পাইকড়কুড়ি ১৬. বেলতা ১৭. বোহার ১৮. নওপুকুরিয়া ১৯. কামতা ২০. জগতপুর ২১. সংকরপুর ২২. ভান্ডারগ্রাম ২৩.হরিদ্রাখয়ের ২৪.সমনদিঘী ২৫. আরজি বিষ্ণপুর ২৬. রাতলাই ২৭. মালিপাড়া ২৮. মাজগ্রাম ২৯. আড়াইল।

১৬. ইউনিয়ন পরিষদের জনবল :

ক)নির্বাচিত পরিষদ সদস্য:-১৩ জন ।

খ) ইউনিয়ন পরিষদ সচিব :- ১ জন

 গ) ইউনিয়ন গ্রামপুলিশ :- ১ জন

 

মানচিত্রে ইউনিয়ন

 

গ্রামভিত্তিক লোকসংখ্যা

সংযুক্তি ০১

যোগাযোগ ব্যবস্থা

নওগাঁ সদর থেকে ১২ কিলোমিটার সড়ক পথে রাণীনগর উপজেলা। রাজশাহী বিভাগীয় শহর ও জেলা সদর থেকে সরাসরি সড়ক পথে রাণীনগর উপজেলা সদরে আসা যায়।

নওগাঁ শহর হতে আদমদিঘী ইপজেলা হয়ে বাস/ টেম্পু/ সিএনজি যোগে আসা যায় ।

 

 

হাট বাজার

১। পারইল হাট

২। ভান্ডার গ্রাম হাট

৩। বিল কৃষ্ণপুর বাজার

৪। বগার বাড়ি বাজার

 

 

ইউনিয়নের চাষাবাদ পদ্ধতিঃ

বর্তমানেএই ইউনিয়নে পাওয়ার টিরারের মাধ্যমে চাষাবাদ করা হয়। তবে দুই একটি হালেরবলদ দিয়ে ও চাষাবাদ হয়ে থাকে। শুষ্ক মৌসুমে পাওয়ার পাম্পের মাধ্যমে সেচকার্য চালানো হয়ে থাকে।

 

বনায়নঃ

অত্রইউনিয়নে উল্লেখিত কোন বনায়ন নেই। তবে সমতল ভিটায় এবং রাস্তার পাশে কম-বেশী বনজ, ফলজ গাছপালা দেখা যায়। তবে তা প্রয়োজনের তুলনায় কম। ব্যক্তিগতউদ্দ্যোগে ফলজ ও বনজে বাগান রয়েছে। এখানে রাস্তার ধারে কাঁঠাল, মেহেগনি, আকাশমণি ইত্যাদি গাছ রয়েছে। তবে বসত ভিটায় কাঁঠাল, আম, রজনীগন্ধা, ঘাসফল, লতা স্থল আছে। ঔষধী গাছের মধ্যে নিম, তুলসী, লতা পাতা তবে মানুষ সে হারেবৃক্ষরোপণ করে তার চেয়ে বেশী পরিমানের বৃক্ষ নিধন হচ্ছে। কারণ দিন দিনমানুষের বসতভিটা বাড়ছে।

 

জীব বৈশিষ্ট্যঃ

জীববৈচিত্রের মধ্যে বৃক্ষসম্পদ, জলজউদ্ভিদ, স্থল জলজ প্রাণীকূল, দেশীয় অতিথিপাখি এবং বৃক্ষসম্পদের মধ্যে বনজ ও ফলজ বৃক্ষ উল্লেখ যোগ্য।

 

বনজ বৃক্ষঃ

মেহগনি, ইউক্যালিপউটাস, রেনট্রি, বাশ, কদম, শিমুল।

 

ঔষধী বৃক্ষঃ

নিম, তুলসী, দূর্বাঘাস, তেতুল, বাতাবি লেবু ইত্যাদি।

 

জলজ উদ্ভিদঃ

দুর্বাঘাস, কচুরীপানা, কলমিশাক, শেওলা ইত্যাদি দেখা যায়। দিন দিন এইসব জলজ উদ্ভিদ কমেযাচ্ছে কারণ জমিতে বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের।

 

বন্য প্রাণীঃ

বন্যপ্রাণীর মধ্যে খেকশিয়াল, বেজি, গুইসাপ, সাপ, ইঁদুর ইত্যাদি। অতিরিক্তজনসংখ্যা জন্য বাড়িঘর তৈরির জন্য বন সংকোচন হওয়া ও মানুষে বিরূপ আচরনেরজন্য, কীটনাশক ব্যবহার এছাড়া প্রাকৃতিক দূর্যোগের কারনে বন্য প্রাণী গুলোদিন দিন কমে যাচ্ছে।

 

স্থানীয় পাখিঃ

স্থানীয়পাখির মধ্যে শালিক, দোয়েল, ঘুঘু, বক, মাছরাঙ্গা, কাক, বুলবুলি, চড়ুই, হেইচ্ছা, কবুতর, টিয়া, চিল, কুটুম, বৌ-কথাকও, কোকিল শ্যামা, ময়না, বাবুই, টুনটুনি ইত্যাদি। তবে কীটনাশক ব্যবহার, শিকার, খাদ্যের অভাব, আবাসস্থলসংকোচনের ফলে অনেক পাখি কমে যাচ্ছে।

 

মৎস্য সম্পদঃ

মৎস্যসম্পদের মধ্যে রুই, মৃগেল, কাতলা, বোয়াল, টেংরা, কই, শিং, চিংড়ি, শোল, টাকি, খইল্যা, মলা, পাবদা, ভেদা, চাপিলা, কাইজা, চেলা, মাগুর, আইর ইত্যাদি।এছাড়াও বিভিন্ন প্রজাতির ছোট মাছ পাওয়া যায়।

পানি ও পয়ঃনিষ্কাশনঃ

ইউনিয়নেপয়ঃনিষ্কাসন ব্যবস্থা সন্তোষ জনক নয়। ইউনিয়ন পরিষদ প্রতিবছর গরিবদের মাঝেল্যাট্রিন বিতরন করেন। এলাকায় মানুষ টিউবওয়েলের পানি পান করে তবে বন্যারসময় প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তথ্য সুত্রে ইউপি ও উপজেলা স্বাস্থ্য দপ্তর।

 

পশু পালনঃ

এলাকায়অধিকাংশ মানুষ কম বেশী পশু পালনের সাথে জড়িত। তবে বর্তমানে খাদ্য সংকটবিচরণ স্থান ও জলবায়ুর পরিবর্তনের ফলে নতুন নতুন রোগ দেখা যায়। ফলে পশুপালনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। উল্লেখযোগ্য পশু হলো- গরু, ছাগল, মহিষ, ভেড়া প্রভৃতি।

 

 

সামাজিক স্তরবিন্যাসঃ

সামাজিকভাবেপ্রত্যেক মানুষ সমান নয়। এই ভিন্নতাই সামাজিক স্তরবিন্যাসের সৃষ্টি করেছে।সম্পদ, ক্ষমতা ও মর্যাদার উপর ভিত্তি করে সমাজের মানুষের মধ্যে যেউঁচু-নীচু শ্রেণী বা পার্থক্য সৃষ্টি হয় তাই সামাজিক স্তরবিন্যাস।সাতপোয়াইউনিয়নে সামজিক স্তরবিন্যাসের প্রভাব বিদ্যমান। এ ইউনিয়নে মধ্যবিত্তএবং বেশীরভাগ নিম্নবিত্ত শ্রেণীর লোকের বসবাস। রাজনৈতিক ও বংশগত কারণেকিছু লোক বিশেষ সম্মান ও মর্যাদা লাভ করে থাকে।